Description
ঋতু গুহ ছিলেন রবীন্দ্রসঙ্গীতের মূর্তিময়ী ঈশ্বরী! রবীন্দ্রনাথের গান আর কারো কণ্ঠে এমন সার্থকতা পায় নি ।মাইল ফলক নয় ঋতু নিজেই যেন ছিলেন একটি গোটা যুগ ।প্রচারবিমুখ অতুল প্রতিভাময়ী এই শিল্পী সমসময়ে রয়ে গিয়েছিলেন অনেকটাই আড়ালে অন্তরালে ! কিন্তু প্রকৃত রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের অন্তরে তাঁর উপস্থিতি চিরস্থায়ী হয়ে আছে সম্রাজ্ঞীর স্বর্ণসিংহাসনে। এই আশ্চর্য সঙ্কলনে যেমন ধরা পড়েছে শিল্পীর সুরঋদ্ধ নিবেদনে মথিত ভক্তদের স্বতঃস্ফূর্ত উচ্ছাস, ঘনিষ্ঠ কিছু আত্মীয়দের মর্মবেদনা, তেমনই সঙ্কলিত হয়েছে বেশ কিছু গুণী, কৃতী, পরিণত সঙ্গীতবোদ্ধার গভীর বিশ্লেষণ । খেলার সাথী বুদ্ধদেব গুহর কলমের ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে
উঠেছেন সুরসাধিকা ঋতু ।অক্ষরে অক্ষরে কেমন অনায়াস ফিরে এসেছেন রবীন্দ্রগানের সেই অবিস্মরণীয় চিরসখা ।
Reviews
There are no reviews yet.