Description
সে অনেকদিন আগেকার কথা । তখনও জোব চার্নক গঙ্গার ধারে জলা – জঙ্গলের মাটিতে পা রাখেননি ; তখনই হরিহর বসাকের তাঁতের কাপড় – চোপড় জাহাজে চড়ে পৌছে যেত চীন – জাপানের বাজারে। হরিহরের একমাত্র পুত্র রামহরি বসাকের আমলে ওদের তৈরি কাপড় – চোপড় ভেসে গেল শ্যামদেশ – বর্মা- জাভা – সুমাত্রার বাজারে । এমন কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই ধনী বসাকদের তৈরি কাপড় – চোপড় প্রাচ্য দেশের বাজার দখলে রাখে । এদিকে কোম্পানির আমলে কলকাতা তখন নিত্য নতুনভাবে সেজে উঠছে । ওদিকে কেল্লায় বাস করছে পাঁচ হাজার সিপাহী আর অফিসাররা । এদের দৈনিক খাবার – দাবার জোগান দেবার কাজ বড় অফিসারদের অনুরােধে রামহরিই শুরু করেন । রামহরি দু’হাতে দান করেন ধর্মকর্মে আর দুঃখী আত্মীয় – স্বজন প্রতিবেশিদের। সেই সঙ্গে আহিরীটোলায় তৈরি করেন বিরাট তিনতলা বাড়ি । তারপর একদিন হঠাৎ কেল্লার মধ্যেই হৃদরােগে আক্রান্ত হয়ে রামহরির মৃত্যু হয় । রামহরির পুত্র হরেকৃষ্ণ নির্ভেজাল কুলাঙ্গার । যার শিক্ষা নেই , ধৈর্য নেই , নিষ্ঠা নেই , সর্বোপরি যে চরিত্রহীন , সে কি কোনকালে পৈতৃক সম্পত্তি রক্ষা করতে পারে ? ইতিহাসের পাতা থেকে বিদায় হল বসাক পরিবারের নাম । তারপর ? আহিরীটোলার তিনতলার বাড়িতে হাত বদল হতে হতে এখন কত রং – বেরং – এর মানুষের বাস। এইসব মানুষদের বিচিত্র কাহিনী নিয়েই এই উপন্যাস ।
Reviews
There are no reviews yet.