Description
স্পেনের গৃহযুদ্ধ মােটেই একটি বিচ্ছিন্ন ঘটনা নয় । ১৯৩৬ জুলাই ফ্রাঙ্কো তার মরক্কো – র সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করেছিল । প্রজাতন্ত্রকে উৎখাত করে আবার পুরােনাে ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য । প্রথমে ভাবা হয়েছিল কৃষক ও শ্রমিকদের এই স্বতঃস্ফূর্ত অধিকার রক্ষার লড়াইয়ে অন্যান্য গণতান্ত্রিক দেশগুলি সাহায্য করবে। পরে দেখা গেল ফ্রাঙ্কোকে মদত দেবার জন্য ইতালি ও জার্মানি সরাসরি রণাঙ্গণে নেমে পড়ল। এবং শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া। দেশ – বিদেশের সরকার যা – ই করুক তবু সারা বিশ্বের বিবেকবান মানুষেরা ফ্রাঙ্কোর ফ্যাসিবাদী আগ্রাসন মেনে নেয়নি। পত্তন হয়েছিল আন্তর্জাতিক ব্রিগেডের। আজ আমরা জানি প্রজাতন্ত্রপন্থীদের পক্ষে যুদ্ধে জেতা ছিল অসম্ভব । কিন্তু স্পেনের গৃহযুদ্ধ আজও কতগুলাে জ্বলন্ত প্রশ্ন উত্থাপন করে : যে – কোনাে আন্তর্জাতিক সংকটই সময়মতাে সে সম্বন্ধে নীতি নির্ধারণ – করলে অন্যদেশেরও সমূহ বিপদ ।
Reviews
There are no reviews yet.