Description
১৯৬৩-২০১০ সময়কালের পটভূমিতে সমান্তরালে বয়ে যায় সম্পর্কের পুণ্যতােয়া । এক সময় কমিউনিস্ট পার্টির ফতােয়া মেনে – নেবার কারণে কলেজ- অধ্যাপক সুকান্তির সম্পর্ক চুকে গিয়েছিল দলের সঙ্গে । তারপর ১৯৬৭। নতুন দিনের স্বপ্ন নিয়ে নকশালবাড়িতে অভ্যুত্থান । ১৯৬৯ – এ নতুন কমিউনিস্ট পার্টির উন্মেষ হলে সুকান্তি আবার যুক্ত হন সমাজ বদলাবার কর্মকাণ্ডে । সুকান্তির সূত্রে চলে আসে সদ্য – যুবক নিরুপম – চিরন্তনের দল । মগরার দ্রোণাচার্য আর পাঞ্চালীর গভীর প্রেম । দ্রোণের কবিতা , দয়িতা আর বিপ্লব একাকার । পাঞ্চালীও সেই রক্ত – ঝরা পথে। দ্রোণের বাবা নিবারণ জীবনকে ভালােবাসেন । হিসাবের খাতা থেকে বৃক্ষ , প্রতিটির মধ্যে তিনি প্রাণ খুঁজে পান । কথা বলেন তারই প্রতিবিম্বের সঙ্গে । অত্যাচারী পুলিশের লালবাজারে বিরল ব্যতিক্রমী সাব – ইন্সপেক্টর কনকেন্দু । নকশালদের ওপর তার উর্ধতনের কুৎসিত নির্যাতনে সে সায় দিতে পারে না । আবার অস্বীকারও করতে পারে না । দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়ে যায় । কলকাতায় নিরুপমের সঙ্গে পরিচয় হয়েছিল পাঞ্চালীর । পরবর্তীতে গুলিবিদ্ধ নিরুপমের শুশ্রুষায় অন্য মাত্রা পায় দ্রোণ – হারা পাঞ্চালীর সেই সম্পর্ক । প্রতিটি চরিত্রের হৃদয়ভরা ভালােবাসা । ভালােবাসার তীব্রতায় , স্বপ্নের মাধুর্যে এরা কখন যেন একে অপরের আত্মজন হয়ে যায় । এক অদৃশ্য গ্রন্থিতে জুড়ে যায় নিবারণ – সুকান্তি – দ্রোণ – পাঞ্চালী – নিরুপম । তাদের কেউ মারা গেলেও স্বপ্ন মরে না । সেই স্বপ্ন যে বুলেটপ্রুফ !
Reviews
There are no reviews yet.