Description
ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রতারিত ভাষাগোষ্ঠী বাঙালি, মর্মান্তিক এই সত্য চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে নাগরিক পঞ্জীর নামে বাঙালি-মৃগয়া।স্বাধীনতার নামে যখন ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা হল, বাঙালি তার দেশ হারাল। আসামে শুরু থেকেই বাঙালি-বিদ্বেষী অসমিয়া আধিপত্যবাদ বহু শতাব্দীর বাসিন্দা বাংলাভাষীদের বিতাড়িত করার চক্রান্ত অব্যাহত রেখেছে।বঙ্গালখেদার নামে বারবার রাষ্ট্রশক্তির প্রত্যক্ষ মদতে বাঙালিদের গণহত্যা করেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, লুন্ঠন জারি রেখেছে। গত কয়েক বছর বাঙালি-বিদ্বেষী অপশক্তি আসামে হাজারগুণ হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। নাগরিক অধিকার কেড়ে নিয়ে বাঙালিদের রাষ্ট্রহীন করার জন্যে কেন্দ্র ও রাজ্য বেপরোয়া। এরা মানবাধিকারের তোয়াক্কা করে না যেহেতু অন্ধ ঘৃণা ও বিদ্বেষ ওদের মারণাস্ত্র। আসামে যে নারকীয় পরিস্থিতি বিরাজ করছে, তার অমূল্য দলিল হিসেবে অবশ্যপাঠ্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য সম্পাদিত #বিপন্ন_বাঙালি বইটি। বইটির প্রকাশক অভিযান পাবলিশার্স। লক্ষ লক্ষ বাঙালি শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে আসামে কীভাবে উৎখাত হওয়ার প্রহর গুনছেন তা জানা ও বোঝার জন্যে পড়ুন এই বই। সঙ্গে আছে আসলে বাঙালি জাতির ইতিহাস। বিখ্যাত সাহিত্যতাত্ত্বিক ও সমালোচক জাতির সবচেয়ে দুঃসময়ে আসাম নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির সভাপতি হিসেবে যে কঠিন সংগ্রাম পরিচালনা করছেন, সেই অভিজ্ঞতা ও উপলব্ধি পশ্চিমবঙ্গসহ ভারতের সমস্ত বিপন্ন বাংলাভাষীর পক্ষে দিকদর্শক। বইটি পড়ুন ও পড়ান জেগে থাকা ও জাগিয়ে রাখার জন্যে।
Reviews
There are no reviews yet.