Description
বাংলার ৫০ জন হিন্দু-মুসলিম-জৈন কিংবা ব্রিটিশ শক্তিরুপিণী হারিয়ে যাওয়া বঙ্গললনাদের কথা এখানে কাল্পনিক কথোপকথনের ভিত্তিতে পরিবেশন করা হয়েছে। সেন বংশের রাজা লক্ষণ সেনের যুগ থেকে শুরু করে বাংলার নবাবী আমল হয়ে উনবিংশ শতাব্দীর রামমোহন-বিদ্যাসাগরের যুগ অবধি এর বিস্তৃতি ঘটেছে। এঁদের কেউ কেউ অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে রণরঙ্গিণীর ভূমিকায় অবতীর্ণা হয়েছেন, তো কেউ বাধাবিপত্তি কাটিয়ে স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করে মহীয়সীর ভূমিকায় উন্নিত হয়েছেন। কেউ নিজের পরম দানশীলতার গুনে মহিমান্বিতা হয়েছেন, তো কেউ দোর্দণ্ডপ্রতাপ শাসকগোষ্ঠীর অন্যায় অনুশাসন লংঘন করার সাহস দেখিয়েছেন। এঁরা কেউ কেউ কবি-সাহিত্যিক-কীর্তনীয়া- নাট্যাভিনেত্রী-গ্রন্থপ্রকাশক, তো কেউ কেউ অন্নসংস্থানের তাগিদে জীবন্ত বাঘের সাথে খেলা দেখানো সাহসিনী খেলোয়াড়। কিন্তু এঁরা কেউই সাধারণ নন, কারণ এঁরা যে সময় দাঁড়িয়ে এসব মহৎকর্ম সাধন করার সাহস দেখিয়েছিলেন, তা সে সময়ে ভাবাই যেত না! এমনও অনেক মহীয়সীর কথা এ রচনায় উঠে এসেছে যাঁরা সমাজ সংস্কারমূলক মহান কাজে নিজেরাই স্বইচ্ছায় মাধ্যম হয়ে সামাজিক অনুশাসনে পদাঘাত হেনে অগ্নীশ্বরী হয়েছেন, আবার কেউ প্রতিস্ঠিত স্বনামধন্য মহাপুরুষদের ঘরনি হয়ে নিজেকে ধূপের মতো বিলিয়ে দিয়ে গেছেন। কিন্তু এঁরা সকলেই ঘুমন্ত ইতিহাসের পাতায় বন্দি থেকে বিস্মৃতির অন্ধকার অন্তরালে হারিয়ে গেছেন। সোনার কাঠি- রুপোর কাঠির ছোঁয়ায় এই ইতিহাসউপেক্ষিতা বীরাঙ্গনাদের ঘুমন্ত পুরী থেকে জাগিয়ে তুলতেই ‘বিস্মৃত বিরাঙ্গনা’ সংকলনটি ঐতিহ্যপ্রিয় পাঠককুলের দরবারে পরিবেশিত হল। সাল- তারিখের গুরুভারে জর্জরিত নিছক গবেষণামূলক ইতিহাসগ্রন্থ নয়, বরঞ্চ গল্পের ছলে বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া সেকালের জ্যোতির্ময়ী বঙ্গললনাদের ঐতিহাসিক গল্প সংকলন হল “বিস্মৃত বীরাঙ্গনা’।
Reviews
There are no reviews yet.