Description
জনপদটি নগরমধ্যস্থ। মানব – চরিত্রের বিচিত্র সন্নিপাতে অস্থির। দেবীর ছায়ায় সুনিবিড় পল্লিতে নির্বিবাদে সহাবস্থান করে অঙ্কখাতা , ডিটেকটিভ বই , কোকশাস্ত্র , বিপ্লব – স্পন্দন এবং মৌরলা মাছ। প্রেমােদগম থেকে বিরহ , যাবতীয় নিজস্ব ঢঙে। বাসিন্দাদের জীবনচর্যাও ঠিক হালফিল অ্যান্টিসেপটিক ধাচে আসেনি তখনও। আদিগঙ্গায় জোয়ার , দুপুরে এ বাড়ির অন্নঘ্রাণ ও বাড়ি , রােয়াক – বারান্দায় নিয়মিত প্রভাতী ও সান্ধ্য অধিবেশন , কাক ও চিলের বহুতর ওড়াউড়ি , পল্লিবালকের চোখে দৈনিক নাট্যস্বপ্নকল্প , পল্লিবাংলার নয়ন শ্রাবণমেঘের ন্যায় নত , সেই মােহাবেশটি আবার ছিন্ন করে গুড়গুড় শিল – কাটাওয়ের ধ্বনি । এমন বর্ণিল ক্রান্তিও ফুরােয় এক দিন , ক্লান্ত বাশির শেষ রাগিণী বাজে , প্লাবনে মহাপ্রস্থানে যায় অতিরথ – অর্ধরথ সমেত সমূহ এলাকা । প্রলয়পয়ােধিজলে খেলা করে মাছেদের দল , ঠাকুরঘরের কোষাকুশি , বিয়ের টোপর , হেঁশেলের জলচৌকি । স্মৃতির কালীঘাট এবং তৎকালীন বঙ্গসমাজের এক বর্ণময় কাহিনি – কল্প ( আক্ষরিকই , কারণ মনােভূমি এবং ভৌগােলিক দ্রাঘিমাকে একাকার ) নিয়ে সঞ্জয় মুখােপাধ্যায়ের এই ধারাবাহিক ‘ এই সময় ’ দৈনিকের ‘ রবিবারােয়ারিং ক্রোড়পত্রে প্রকাশের সময়ই সাড়া জাগিয়েছিল বিপুল। অতঃপর গ্রন্থাকারে তার প্রকাশমাত্রে নিশ্চিত হয় একটি সুস্বাদু সুযােগ । এক সঙ্গে এই জনপদরত্নাবলীকে পাঠ করার সুযােগ ।
Reviews
There are no reviews yet.