Description
আমার বাবা নরেন্দ্র দেব সিনেমা শিল্প নিয়ে ১৯৩৪-এ একটি পুর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ করেছিলেন। সিনেমা নিয়ে তাঁর লেখালেখি শুরু তার অনেক আগে থেকে। সত্যজিত রায় ও মৃণাল সেনের সাথে আমি কথা বলে জেনেছি যে তাঁদের মতে বাংলা ভাষাতে এইটি সিনেমা বিষয়ক প্রথম বই। শুধু বাংলাতে নয়, এশিয়াতে প্রথম সিনেমা বিজ্ঞান সম্পর্কিত বই এই ‘সিনেমা’। এবং সারা পৃথিবীতে পঞ্চম। বইটি বেরিয়েই নজর কেড়েছিল বাংলা সংস্কৃতির মনীষীদের। উচ্চপ্রশংসিত ছিল। কিন্তু গ্রন্থখানি সর্বজনীন রুচির উপযুক্ত বানিজ্যিক বই নয় বলে গুরুদাস চট্টোপাধ্যায় সিনেমা বইটি আর পুনঃপ্রকাশ করেন নি। মাঝে মাঝে অনেকেই কথাপ্রসঙ্গে বইটির উল্লেখ করেন দেখেছি। কিন্তু বই কখনও হাতে পাওয়া যায় না। এছাড়া আমি দেখে দুঃখিত হয়েছি যে বাংলা ভাষায় লিখিত চলচ্চিত্রের ইতিহাসের প্রসঙ্গে বাবার অবদানের কথা প্রায় বিস্মরণের পর্যায় চলে যায়। বইটি বাজারে না থাকাও এর একটি কারন হতে পারে। কিন্তু প্রধান কারণ বোধহয় এই, যে বেশির ভাগ পুরোনো গ্রন্থাগারে বইটি তালিকায় থেকেও তাকে নেই।
সত্যজিত রায় বলেছিলেন, এই বইটি যখন লিখিত হয় সারা বিশ্বে তখন মাত্র ৪টি সিনেমা বিষয়ক বই ছিল। এই বই দেখে আজ আর চলচ্চিত্র বানানো সম্ভব হবে না বটেকিন্তু একটি উজ্জ্বল ইতিহাস হিসেবে বইটি পৃথিবীর সিনেমার ক্ষেত্রে যারপরনাই মুল্যবান। প্রসঙ্গত, তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে,চলচ্চিত সম্পর্কিত অনেক বিদেশী শব্দের বাংলা প্রতিশব্দ বাবা তৈরি করেছিলেন ১৯৩৪-এ, এবং বইয়ের পেছনে তার তালিকা দিয়েছিলেন। বাবার তৈরি অনেক প্রতিশব্দই এখন চালু।
আজ বাবার মৃত্যুর(১৮৮৮-১৯৭১) ঠিক ছেচল্লিশ বছর বাদে, এবং প্রথম প্রকাশের তিরাশি বছর বাদে(১৯৩৪-২০১৭) বইটি আবার লোকচক্ষে উপস্থিত হল। আশা করি বইটি সিনেমার ইতিহাসে, ও বাংলা সংস্কৃতিতে উৎসাহী পাঠকের নজর কাড়বে।
বিনীত
নবনীতা দেবসেন
Reviews
There are no reviews yet.