Description
গ্রিক-রোমান লেখকগণের বিবরণী থেকে জানা যায়, এক সমুন্নত সভ্যতার জন্ম দিয়েছিল গঙ্গারিডি দেশ।সেই দেশের এবং তার রাজধানী ‘Parthalis’-এর অবস্থান, ৪৫০ বৎসরের ব্যবধানে টলেমির গঙ্গারিডি দেশের,এবং তার রাজধানী ‘Ganges’-এর অবস্থান, মেগাস্থিনিস কথিত মক্কো, মদো ও গঙ্গারিডি কলিঙ্গের কোথায় ছিল, এবং গঙ্গারিডিগণ কারা,এসব প্রশ্ন বিতর্কের জটাজালে জড়িয়ে ছিল। নানা তথ্য উপস্থাপন করে বিশ্লেষণের মাধ্যমে ঐসব স্থানের অবস্থান নির্ণয় করা হয়েছে। নানা তথ্যের মাধ্যমে প্রমাণ করা হয়েছে তৎকালীন সময়ে গঙ্গা পিংলার কাছে সমুদ্র-সংগত হতো, বর্ধমানের পথে গঙ্গার গতিপথেরও কথা বলা হয়েছে। কিন্তু কোন্ স্থান থেকে কতদূর দিয়ে প্রবাহিত ছিল তা নির্ণয় করা সম্ভব হয়ে ওঠেনি।
গঙ্গারিডির সাথে সমগ্র ভারতবর্ষের ইতিহাসের যোগসূত্র ছিল, সেটাও আবিষ্কার করা হয়েছে। মেগাস্থিনিস কথিত গঙ্গারিডি জাতির দাবিদার বর্তমানের দুই জাতিগোষ্ঠীর দাবিকে খন্ডন করে মহানদী থেকে বুড়িগঙ্গা ( বাংলাদেশ) পর্যন্ত ভূখণ্ডের অধিবাসীগণ যে গঙ্গারিডির মহিমায় গৌরবান্বিত হতে পারেন, এই সিদ্ধান্তে পৌঁছে দেবার চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে জাতিনামগুলি যে স্থান-নাম থেকে আসেনি, তা প্রমাণ করে প্রসঙ্গক্রমে তিন জাতির জাতিতত্ত্ব ব্যাখ্যা করে গঙ্গারিডি জাতির স্বরূপ সন্ধান করা হয়েছে।
Reviews
There are no reviews yet.